AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের আগে লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫৮ পিএম, ২৬ জুলাই, ২০২৫

নির্বাচনের আগে লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ বাকি অস্ত্রগুলোও দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, “সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে নির্বাচন শুরুর আগেই সব উদ্ধার করা হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাংবাদিকরা যদি তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন, তাহলে বিভ্রান্তি অনেকটাই দূর হবে। রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে তাদের ভোটের প্রচারে, আর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, “তদন্ত অনেকদূর এগিয়েছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেককে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। এ নিয়ে আমরা সতর্ক, যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”

পরিদর্শনকালে তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১ সদর দপ্তরেও যান। সেখানে বক্তব্যে তিনি বলেন, “গত এক মাসে ভারত থেকে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এ তথ্য সঠিক। তবে সাম্প্রতিক সময়ে এ সংখ্যা কিছুটা কমেছে।”

রোহিঙ্গাদের পুশইন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশি নাগরিকদের আমরা ফিরিয়ে নিচ্ছি, এমনকি তারা ২০ বছর আগেও ভারত গেছেন হলেও। কিন্তু রোহিঙ্গাদের পুশইন আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না এবং তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি অভিযোগ করে জানান, “ভারত সরকার অনেক সময় নিয়ম অনুযায়ী হস্তান্তর না করে নদীর ধারে কিংবা বনাঞ্চলে লোক ফেলে দিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং কিছু ইতিবাচক অগ্রগতিও মিলেছে।”

এ সময় আলোচিত মোহাম্মদপুর ছিনতাই কাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ফোন। তদন্ত অব্যাহত রয়েছে, এবং এ ঘটনায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, তারেক আল মেহেদী এবং ইসরাত জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!