AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানে ২১ জন আটক


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৫:১৩ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানে ২১ জন আটক

নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও আমিনপুর, রাজশাহীর বাঘা এবং কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে বৃহৎ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

রোববার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল পর্যন্ত এই অভিযান চলে। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নেন।

সম্প্রতি কাকন বাহিনীর বেপরোয়া আচরণ—কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া কাকন বাহিনীর ২১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরের ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন। এর পরিপ্রেক্ষিতেই রোববার ভোরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!