মাগুরার শ্রীপুরে নিত্য লীলায় প্রবিষ্ট প্রভুদাস শ্রীল ১০৪ কুঞ্জ বিহারী দাস বাবাজী মহারাজের তিরোধান বিরহ মহোৎসব স্মরণে ও রাস পূর্ণিমা উপলক্ষে সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত চলা এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলার খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে। আশ্রমের শ্রীমৎ অসীম কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও আশ্রমের ভক্তবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরের বাবাজী মহারাজের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মহাসম্মেলনে বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন আশ্রমের পুরোহিত, সেবায়েত ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, সহ-সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ভক্তবৃন্দ।
শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার বলেন, “খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে বৈষ্ণব সেবা ও সাধুসঙ্গ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সাধু, গুরু, বৈষ্ণব ও হাজারো ভক্তের উপস্থিতিতে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।”
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র বলেন, “বিশ্ব মানবতার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত এ মহাসম্মেলন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্য ও উন্নতির বার্তা বহন করবে।”
খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরের বাবাজী মহারাজ শ্রীমৎ অসীম কৃষ্ণ দাস বাবাজী মহারাজ বলেন, “সারা দেশে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, যা এর আগে কোথাও দেখা যায়নি। সারাদেশের দুই শতাধিক আশ্রমের সাধু-গুরু-বৈষ্ণব ও হাজারো ভক্ত এতে অংশ নিয়েছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপা ও ভক্তদের সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

