মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন যাত্রীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল-এর খবরে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, কেএলআইএ টার্মিনাল ১ থেকে আটক করা হয় ১২৮ জনকে। এর মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশিয়ান ও একজন সিরিয়ান নাগরিক রয়েছেন। অপরদিকে, টার্মিনাল ২ থেকে আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি রয়েছেন।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেন, “আটক ব্যক্তিদের `নট টু ল্যান্ড` (NTL) নীতিমালার আওতায় ফেরত পাঠানো হবে। এ দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ পালন করবে।”
তিনি আরও জানান, পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের আগাম বুকিং না থাকা এবং সফরের উদ্দেশ্য অস্পষ্ট হওয়াসহ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসন প্রতিরোধে মালয়েশিয়াকে যেন ট্রানজিট হাবে পরিণত করা না যায়, সে লক্ষ্যে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এর আগে চলতি মাসের ১১ তারিখেও একই বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল মালয়েশীয় কর্তৃপক্ষ।
একুশে সংবাদ//র.ন
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
