ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবিকে যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, `মাইলস্টোন স্কুলে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে হতাহত ও নিখোঁজদের বিষয়ে সর্বশেষ তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের কার্যক্রম নেওয়া হয়েছে।`
এছাড়া ভিড় নিয়ন্ত্রণের সময় সেনা সদস্যদের হাতে শিক্ষার্থীদের ওপর কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনা কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানানো হয়।
বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।
এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারিত পরীক্ষাগুলোর পরে জানানো হবে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে