AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০১ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম পাওয়া গেলে তা বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো তালিকার ভিত্তিতে জুলাই শহীদ ও যোদ্ধাদের গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে যাদের ভুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান।

এছাড়া গণমাধ্যমে প্রকাশিত তথ্যে যেসব নাম নিয়ে প্রশ্ন উঠেছে, তা আবারও যাচাই করা হচ্ছে। কোনো নাম ভুয়া প্রমাণিত হলে চূড়ান্তভাবে বাদ দেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!