জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু, জুলাই গণহত্যার বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবিতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল পর্ব শুরু হয়।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের প্রথম অংশ শুরু হয়। সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে এবং উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মিছিলসহকারে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন। উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনেকের হাতে দেখা গেছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসংবলিত ব্যানার ও পতাকা। কেউ কেউ পড়েছেন মনোগ্রামযুক্ত টি-শার্ট ও পাঞ্জাবি।
জামায়াতের সাত দফা দাবি:
১. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
২. সব গণহত্যার বিচার।
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
4. ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
৫. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।
৬. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন।
৭. এক কোটি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী।
একুশে সংবাদ/এ.জে