আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময় এখনও ঠিক হয়নি, তবে কমিশন ইতোমধ্যে জানিয়ে দিয়েছে—প্রস্তুতি চলছে পুরোপুরি গতি নিয়ে। ধারণা করা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এ লক্ষ্যে মাঠ প্রশাসন ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে একই সঙ্গে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পল্লবী থানার নির্বাচন কর্মকর্তা মোসাম্মাৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানার নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে পূর্বের বদলি আদেশ সংশোধন করে নতুন করে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ২৩ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
একুশে সংবাদ/কা.ক/এ.জে