জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান ‘উইমেন ডে’।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কর্মসূচি শুরু হবে।
রোববার (১৩ জুলাই) সরকারের তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, বর্ষপূর্তির জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন থাকবে।
এ ছাড়াও রাত ১০টায় ড্রোন শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে