AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতির অভিযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৫ পিএম, ১০ জুলাই, ২০২৫

দুর্নীতির অভিযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

সরকারি চাকরি আইন অনুযায়ী, ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় ১৮ জন জেলা ও দায়রা জজকে অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবসরে পাঠানো বিচারকদের মধ্যে রয়েছেন— বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূঁইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম ও মোহাম্মদ হোসেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে পাঠানো এসব বিচারক নিয়ম অনুযায়ী সব অবসরজনিত সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্যে অনেকের বিরুদ্ধে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে এসব বিচারকের অপসারণ দাবি করে। তার পরদিনই সরকার তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!