ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (২ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। র্যালিটি প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু হয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, সাংবাদিক প্রবাল মজুমদার, হাজী রফিকুল ইসলাম খোকন, স্বপন কুমার সাহা, জালাল উদ্দিন মণ্ডল, আব্দুল হামিদ রতন, আবুল কাশেম লাভলু, আবু সায়েম, হুমায়ূন কবির ভূঁইয়া, আমিনুল হক বুলবুল, আল আমিন সরকার, মজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির, ফাহমিদ আহম্মেদ, এবং উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক।
প্রসঙ্গত, প্রেসক্লাব নান্দাইল প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে