প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। ইতিমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠানো হয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করতেই বিএনপি নেতারা বৈঠকে অংশ নেন।
বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি কতটুকু এগিয়েছে, সেটি জানতেই তারা আজ এসেছেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে