রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১৭ আগস্ট) সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলায় কী কারণে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। একই সঙ্গে ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এ ছাড়া আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তের ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারার আলোকে দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

