AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের লাঠিচার্জের পর পুনরায় সড়ক অবরোধে ইউআইইউ শিক্ষার্থীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫০ এএম, ২১ জুন, ২০২৫

পুলিশের লাঠিচার্জের পর পুনরায় সড়ক অবরোধে ইউআইইউ শিক্ষার্থীরা

অবৈধ বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর নতুনবাজার এলাকায় ফের সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এতে করে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে বেলা ১০টা ৪৫ মিনিটে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। কিন্তু কিছু সময় পর শিক্ষার্থীরা আবারও সড়কে ফিরে এসে মোড়টি অবরোধ করেন, ফলে পুনরায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

আন্দোলনকারীদের দাবি, কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অগ্রাহ্য করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন চলবে বলে জানান তারা।

জানা গেছে, গত ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউআইইউ উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু করা হয়, কিন্তু অনেক শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়ে আসছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ১৩ দফা দাবির প্রতি প্রশাসন উদাসীন। আন্দোলন বন্ধ করতে গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৪ জনকে স্থায়ী, ১৬ জনকে সাময়িক বহিষ্কার এবং একজনকে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/ স.ট/এ.জে

Link copied!