আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার সরকার নির্ধারিত মূল্য ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন এ মূল্য ঘোষণা করেন।
গরুর চামড়ার দাম:
ঢাকার ভেতরে: প্রতি চামড়া ১৩৫০ টাকা
ঢাকার বাইরে: প্রতি চামড়া ১১৫০ টাকা
খাসি ও বকরির চামড়ার দাম:
খাসি (ছাগল): প্রতি বর্গফুট ২২-২৭ টাকা
বকরি: প্রতি বর্গফুট ২০-২২ টাকা
বাণিজ্য উপদেষ্টা জানান, “চামড়া সংরক্ষণে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদরাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। এছাড়া, ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া ঢাকায় আনা যাবে না, যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।”
তিনি আরও বলেন, “চামড়া শিল্প টিকিয়ে রাখতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে এ বছর সরকার আগেভাগেই পদক্ষেপ নিয়েছে। চামড়া পাচার বা অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
চামড়া ব্যবসায়ীরা এ দামকে স্বাগত জানালেও অনেকেই চায়, জেলা ও উপজেলা পর্যায়েও নজরদারি বাড়ানো হোক, যাতে চামড়া যথাযথ দামে সংগ্রহ নিশ্চিত হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে