৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট এবং বিকল্প বিষয়গুলোর পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুধবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৪৭তম বিসিএসের প্রাথমিক (এমসিকিউ) পরীক্ষা ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
গত ২৮ এপ্রিল সরকারের তথ্য বিবরণীতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিএসসি সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সেখানে তিনি জানান, পিএসসির চেয়ারম্যান এবং সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ফলেই ৮ মে’র পরীক্ষা স্থগিত করা হয়। আন্দোলনরত পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের আনা সংস্কার প্রস্তাবগুলো যাচাই-বাছাই করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
একুশে সংবাদ////র.ন