আবাসন ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ‘মার্চ টু যমুনা’ শিরোনামে পদযাত্রা শুরু করলে কাকরাইল এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি—শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন ভাতা নিশ্চিত করা, জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো এবং শিক্ষা সংশ্লিষ্ট সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া।
যাত্রাটি কাকরাইল পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো গ্রেপ্তার বা আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
বিস্তারিত আসছে....
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে