রোববার (১১ মে) দুপুর থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত ও ঝড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
ব্রাহ্মণবাড়িয়া:
নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৫ জন। তারা ধান কাটতে গিয়ে এবং মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন আবদুর রাজ্জাক, শামসুল হুদা, জাকিয়া বেগম, জামির খাঁ ও সেলিম মিয়া।
কিশোরগঞ্জ:
ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে বজ্রাঘাতে মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে রয়েছেন ফয়সাল মিয়া, ফারুক মিয়া, কবির মিয়া ও হাদিস মিয়া। আহত আবু বকর চিকিৎসা শেষে সুস্থ আছেন।
ময়মনসিংহ:
কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং ডাল ভেঙে সজীব মিয়া ও সুরুজ মিয়া নামে দুইজনের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ:
সদরের বুলনপুর গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে প্রাণ হারান কৃষক কাইমুল।
নওগাঁ:
ঝড়ের সময় বজ্রপাতে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি নিহত হন এবং শফিকুল ইসলাম নামে একজন আহত হন।
হবিগঞ্জ:
আজমিরীগঞ্জে ড্রেনে গোসলের সময় বজ্রপাতে মারা যান ২০ বছরের সাজু মিয়া।
শেরপুর:
নালিতাবাড়ীতে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান খবির উদ্দীন, আহত হন সুকুল উদ্দীন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঝড় ও বজ্রপাতের সময় বাইরে না থাকার আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :