জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ১৮ জুলাই ‘এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট’ আয়োজনটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্টে তিনি লিখেন, “জুলাই স্মরণে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে একটি নিয়ে শুরু থেকেই দ্বিধা ছিল। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি ভালো একটি ভাবনা কি না, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে একে বাদ দেওয়া এবং পুনরায় অন্তর্ভুক্ত করা হয়।”
তিনি আরও বলেন, “বড় পরিসরে কাজ করলে কখনো কখনো এমন কিছু বিষয় চোখ এড়িয়ে যায়। তবে সবার মতামতের ভিত্তিতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি—এই কর্মসূচি আর থাকছে না। সংশোধিত সূচিও প্রকাশ করা হয়েছে।”
তিনি জানান, ইন্টারনেট ব্ল্যাকআউট বাদ পড়লেও জুলাই স্মরণে অন্যান্য কর্মসূচি পূর্বঘোষিত সময় অনুযায়ী চলবে। ফারুকী বলেন, “এখন আমাদের কাজ—আবার জোটবদ্ধ হওয়া, যোগাযোগ স্থাপন এবং সেই জুলাই চেতনার আগুনকে জ্বালিয়ে রাখা।”
এর আগে বুধবার (২ জুলাই) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের সূচিতে ১৮ জুলাই প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচির কথা জানানো হয়েছিল।
একুশে সংবাদ/জা.নি/এ.জে