চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে সরকারি গুদামে চাল ও গম মিলিয়ে মোট খাদ্য মজুদ দাঁড়িয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টনে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল ছিল ১০.৬০ লাখ টন এবং গম ছিল ৪.১৩ লাখ টন।
নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ মেট্রিক টনে। তবে অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির তুলনায় গমের বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে ২.২৩ লাখ টনে দাঁড়িয়েছে।
সরকারি মজুদ বাড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে