কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় ৬০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ অভিযান দল। বুধবার (২ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলচিয়া বাজারের একাধিক গুদামে অভিযান চালিয়ে ৬৪ বস্তা কারেন্ট জাল (দৈর্ঘ্য প্রায় ১২,৪০০ মিটার, মূল্য প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা) এবং প্রায় ১ হাজার ৫০ পিস চায়না/ম্যাজিক জাল (দৈর্ঘ্য ২৬,২৫০ মিটার, আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা) জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল নদীপাড়ের খোলা স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, ‘এই অভিযান আমার চাকরিজীবনের সবচেয়ে বড় অভিযান। ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টার পর জাল ধ্বংসের কাজ শুরু হয় এবং রাত সাড়ে ১২টায় শেষ হয়।’
জেলা মৎস্য বিভাগ জানায়, কারেন্ট ও চায়না জালের অবাধ ব্যবহারে মা ও পোনা মাছ ব্যাপকভাবে নিধন হচ্ছে, যা নদী ও হাওড়ের মাছের প্রাচুর্যের ওপর চরম হুমকি সৃষ্টি করছে। হাওড়ের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে