AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৬ পিএম, ৩ জুলাই, ২০২৫

অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না এলেও, তা এলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, গত দুই সপ্তাহে সেনাবাহিনী ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ৫ আগস্টের পর থেকে ৪০০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার এবং পাহাড়ি এলাকায় শান্তি রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে অভিযান প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, শুধুমাত্র ওই এলাকা থেকেই ১৩টি আগ্নেয়াস্ত্রসহ ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫ আগস্টের পর মোট অস্ত্র উদ্ধারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ শতাংশ। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো সেনাসদস্য এ ধরনের ঘটনায় জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত আছে এবং থাকবে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!