সারাদেশে চলমান বিশেষ অভিযানে একদিনে মোট ১৮২১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত ৯৯৬ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৮২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ মে) এই তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকা এসব ব্যক্তিদের আটক করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্রও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি সাধারণ কুড়াল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :