গেজেট প্রকাশের পরই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১১ মে) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, “সরকারের গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন এ বিষয়ে আলোচনা করবে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দেশের বর্তমান বাস্তবতা ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। গেজেট প্রকাশকালীন সময় অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি গেজেট সোমবার প্রকাশ হতে যাচ্ছে। শনিবার (১০ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “গণদাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনের ফল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।”
এর আগে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপনে থাইল্যান্ডে চলে যাওয়ার পর, নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলে যুক্ত হয়েছে আরও কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল।
গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ছাত্র ও সাধারণ মানুষ।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

