সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২,২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক হাজার ১১৮ জন বিভিন্ন মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত। বাকী এক হাজার ১৫৩ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশের সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি - মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলা ও মহানগরে পুলিশের চালানো এই বিশেষ অভিযানের লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং চলমান অপরাধ দমন কার্যক্রম জোরদার করা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ইনামুল হক সাগর।
পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষায় এটি একটি নিয়মিত প্রক্রিয়া বলে উল্লেখ করা হয়।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :