কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে দুই দেশকেই সংযত থাকতে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। উভয় পক্ষকে উত্তেজনা আরও বাড়ায় এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ আশাবাদী যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা নিরসন সম্ভব হবে।"
এরই মধ্যে কাশ্মীর ইস্যু ঘিরে দুই দেশের সীমান্তে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে। ভারত প্রথমে পাকিস্তানের আজাদ কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায়, যেখানে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবে পাকিস্তানও পাল্টা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ তোলে এবং কূটনৈতিক ও সামরিক উসকানি বাড়ায়। পরিস্থিতির অবনতিতে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল এখন আলোচনাকেই সমাধানের পথ হিসেবে দেখছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

