AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা



গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিকে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাকনহাটের রিইব প্রকল্প অফিসে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর সৃজন প্রকল্পের অন্যতম কর্মসূচির আয়োজন। 

রিইব-এর সৃজন প্রকল্পের  মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি,বিশেষ অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আল মামুন, কাবিউস সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ও গোদাগাড়ী উপজেলা সাঁওতাল পারগনা পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম।

অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিলেন লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য’। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮ জন ও রচনা প্রতিযোগিতায় ৪ জনকে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। স্থানীয় গণগবেষণা দলের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ  করেন।

বক্তারা বলেন, আদিবাসী শিশু ও ছাত্রছাত্রীরা এরকম আয়োজনে যোগ দেওয়ার সুযোগ কম পায়। যে স্বল্প সুযোগগুলো রয়েছে, তাও তারা কাজে লাগায় না। রিইব সংস্থা বলতে গেলে হাতে ধরে তাদেরকে এ কাজে নিয়ে এসেছে। ফলে তাদের সৎসাহস ও আত্মবিশ্বাস বেড়েছে, প্রচুর আনন্দও পেয়েছে তারা।

ভবিষ্যতে আরও বড় পরিসরে সৃষ্টিশীল কর্মসূচির আয়োজনের জন্য তারা রিইব-এর প্রতি আহ্বান জানান।
 

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Shwapno
Link copied!