বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। ‘গ্রিন চ্যানেল’ নামে চালু হওয়া এই বিশেষ ব্যবস্থায় দ্রুত ও সহজে ভিসা পাওয়া যাবে।
রোববার চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্র থাকলে আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সার্টিফিকেট লাগবে না। ভিসা আবেদনকারীদের জন্য ভিসা সেন্টারে বিশেষ কাউন্টার এবং জরুরি প্রয়োজনে একইদিনে ভিসা ইস্যুর সুযোগ রাখা হয়েছে।
শারীরিকভাবে উপস্থিত হওয়া সম্ভব না হলে অনলাইন সাক্ষাৎকারের ব্যবস্থাও থাকছে।
ভিসা সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করা যাবে চীনা দূতাবাস (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯) ও ভিসা সেন্টারের (০২২২৬৬০৩২৬১) হটলাইনে। আবেদনকারীরা সরাসরি বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায়ও যোগাযোগ করতে পারবেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :