AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা প্রত্যাবাসনে অধিকার ও নিরাপত্তা অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৭ পিএম, ৪ মে, ২০২৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে অধিকার ও নিরাপত্তা অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা

অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা কখনো মিয়ানমারে ফিরবে না বলে মন্তব্য করেছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, “নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরবে না। আমরা তাদের এমন জায়গায় ফেরত পাঠাতে পারি না, যেখান থেকে নির্যাতনের মুখে পালিয়ে এসেছে।”

তিনি বলেন, “বহুপাক্ষিক চাপ ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। শুধু দ্বিপাক্ষিক কূটনীতিতে নির্ভর করে এত বছরেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি।”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, “মিয়ানমারে কখনোই পূর্ণ গণতন্ত্র ছিল না। বর্তমানে দেশটি একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। জান্তা সরকার, আরাকান আর্মি ও জাতীয় ঐক্য সরকার—এই তিন পক্ষকে নিয়েই ভবিষ্যতের সমাধান খুঁজতে হবে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা সংকট যেন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে সক্রিয় হতে হবে।”

 


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Shwapno
Link copied!