AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৫ পিএম, ৩০ এপ্রিল, ২০২৫

নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সামার সেশনের ভর্তি পরীক্ষায় মোট ৯ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকায় উপদেষ্টা আসিফ মাহমুদের নাম রয়েছে পঞ্চম অবস্থানে।

গত ২৫ এপ্রিল শুক্রবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত এ বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষার বিষয়ে নিশ্চিত করেন প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, “পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীর নাম ছিল আসিফ মাহমুদ। পরে আমরা জানতে পারি তিনি সরকারের একজন উপদেষ্টা। তিনি নিয়মিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ‘এক্সিকিউটিভ এমপিপিজি’ একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম, যা নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এতে পাবলিক পলিসি, প্রশাসন, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ে সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।

 


একুশে সংবাদ// আ.ট//এ.জে
 

Shwapno
Link copied!