AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে নতুন সচিব, বদলি ২


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

৬ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে নতুন সচিব, বদলি ২

সরকার ৬টি মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত সচিবরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে করা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।

এছাড়া বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের দায়িত্ব ও যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমুহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

এদিকে, ঢাকা ম্যাস র্যাপিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফকে করা হয়েছে সেতু বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে করা হয়েছে একই মন্ত্রণালয়ের সমন্বয় ও সংস্কার শাখার সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

এর বাইরেও, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনে আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে ওএসডি থাকা মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Shwapno
Link copied!