ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাই পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস।  
দুবাই পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশকে এই সম্মেলনের আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে অবহিত করেন।  
এ সময় তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি।  
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ গ্রহণ করে তিনি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।  
এবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারি, বৈশ্বিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে।
একুশে সংবাদ//আ.স//র.ন
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
