AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবরোধ থেকে সরেননি তিতুমীর শিক্ষার্থীরা, চরম ভোগান্তি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৬ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
অবরোধ থেকে সরেননি তিতুমীর শিক্ষার্থীরা, চরম ভোগান্তি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেলগেটে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে, রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত, এই অবরোধ অব্যাহত ছিল। এর ফলে রেলগেট এলাকায় উভয় সড়ক এবং ঢাকা থেকে এয়ারপোর্ট অভিমুখের রেললাইন বন্ধ হয়ে যায়। ফলে, সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়, এবং যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।

তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হলে এই অবরোধ চলমান থাকবে৷ এখনও চারপাশ থেকে শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রেখেছেন। এ সময় শিক্ষার্থীদের ‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানী না মানী না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিউই, টিউই টিউই’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কি করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানী না মানবো না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে রেলগেট এলাকায় দায়িত্বপালন করা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখানে যেন কোন ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে সেজন্য আমরা শিক্ষার্থীদের চারপাশে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। এর আগে, বিকেলে মহাখালী রেল গেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব বিজিবি সদস্যরা রেল রেলগেটের বিপরীত পাশে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!