২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দিনের ভোট রাতে সম্পন্ন করা, ব্যালট জালিয়াতি, কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট প্রদর্শন, আর্থিক লেনদেন, এবং ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট প্রার্থীকে জয়ী করা। এসব অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু অভিযোগ দুদকের কাছেও জমা পড়েছে।
আক্তার হোসেন আরও বলেন, নির্বাচন কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। অভিযোগ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

