সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
মাহফুজ আলম বলেন, ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, অল্পদিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।
তিনি বলেন, ‘বিদেশিদের সব অপপ্রচার আমরা সম্প্রীতি দিয়ে জয় করব।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল এবং গণ-অভ্যুত্থানে সে পালিয়েছে, এই স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। শেখ হাসিনার গণহত্যার স্বীকৃতি দিতে হবে আগে। তারপর ভারতের সঙ্গে আলাপ- আলোচনা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ নিয়ে সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

