ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ কোটি ১৮ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
আজ (২২ নভেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তগর্ত রাজেষপুর, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর ও মধুগ্রাম বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, কাশ্মিরী শাল, থ্রীপিস, চশমা এবং ভারতীয় ২০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১,১৮,০৪,৪০০/- টাকা।
জব্দকৃত মালামাল কাস্টমস্ এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

