সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার থেকে কোনো পাঠদান ও পরীক্ষা চলবে না। এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন থেকে প্রথমে সোমবারের মতোই রেল ও সড়কপথ আটকে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি দেওয়া হলেও পরে ওই কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয় থেকে আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজ ডাউন কর্মসূচি পালিত হবে। মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এর আগে, সোমবার বেলা ১১টার দিকে মহাখালীর রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। তখন রাজধানীর মহাখালী থেকে হয়ে বের হওয়া দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ট্রেন চলাচলও বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। অবরোধ শেষে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে গিয়েও তাঁরা অনশন কর্মসূচি পালন করেন। সর্বশেষ সংশ্লিষ্টদের আশ্বাসে তাঁরা অনশন শেষ করে ক্যাম্পাসে ফেরেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

