AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৩ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪

৫ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ কর্মসূচি আজকের দিনের মতো তুলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালীর রেলগেট সংলগ্ন রেলপথ, সড়ক ও এক্সপ্রেসওয়ের অবরোধ তুলে নেন। ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে অবরোধ তুলে নেয়ায় কিছুক্ষণের মধ্যে ঢাকার সাথে রেল চলাচল স্বাভাবিক হবে আশা প্রকাশ করেছেন স্টেশন মাস্টার। অন্যদিকে তেজগাঁওয়ে আটকে থাকা অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়ে গেছে বিকেল ৪.১৫ মিনিটে দিকে বলেও জানান তিনি।

সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালীতে সংলগ্ন রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে মুখ অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবিদ আন্দোলন সমন্বয়কারীদের বোঝাতে চেষ্টা করেন, যাতে করে সড়ক ছেড়ে আলোচনায় আসেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে কমিশন গঠনের সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাকিরা যখন সম্মিলিতভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছেন, তখন এককভাবে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি চাচ্ছেন তিতুমীর কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী।

২০০৫ সালে জগন্নাথ কলেজের সঙ্গেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল তিতুমীর কলেজের। তবে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানকে। ছাত্র-ছাত্রীদের দাবি, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরিকল্পনা করা হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন।

বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অবরোধ করায় ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশে রেল যোগাযোগ। বন্ধ হয়ে যায় সড়ক পথও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!