জুলাই-আগস্টের গণহত্যায় দায়ের করা মামলা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (উপকমিশনার) জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চত করেছেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ। তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো আসামিকে হাজির করা হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

