স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে ডা. মো. আবু জাফরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ডা. আবু জাফর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে, একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

