ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে এমপি হিসেবে দেখতে চায় ফুলপুর-তারাকান্দা এলাকার জনগণ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কাশিগঞ্জ বাজারে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
শোভাযাত্রাটি বিকেলে আলহাজ্ব হাবিবুর রহমান স্কুল থেকে শুরু হয়ে কাশিগঞ্জ বাজারের মেইন বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরার পাশাপাশি মোতাহার হোসেন তালুকদারকে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি হিসেবে দেখতে চেয়ে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, রাসেল মন্ডল, রাকিব তালুকদার, আসাদ উল্লাহ, আশরাফুল আলম, আব্দুল হামিদ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন, তারেক জিয়া পরিষদের সভাপতি এ.এইচ.এম রফিক, উপজেলা ওলামা দলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম, বিসকা ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবর রহমান মাষ্টার ও সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
অন্যান্য উপস্থিতরা ছিলেন যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, আনোয়ার হোসেন খান, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মানিক মাষ্টার ও সদস্য সচিব মজিবর মেম্বার, ডাঃ ফরিদ আহমেদ, রামপুর ইউনিয়ন বিএনপির আবদুল মান্নান, সদস্য সচিব মজিবর আকন্দ, যুগ্ম আহবায়ক মোস্তাজুল খান, নুরের আলম তালুকদার, আক্রম হোসেন বাচ্চু, আবু সাঈদ প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

