কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে। নিহত আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আরিফুল বাড়িতে থাকা বৈদ্যুতিক মিটার থেকে তারের মাধ্যমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় ভুলবশত হাতে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হন আরিফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক শামীম মন্ডল।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

