ইউরিনাল ইনফেকশন ও জ্বরে ভুগছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। গত বুধবার (২২ মে) মধ্যরাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শুক্রবার (২৪ মে) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, স্যার, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সম্পূর্ণ সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
একুশে সংবাদ/এস কে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
