মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় ৪০০ কোটি টাকা পাচার করা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের চাঁদগাঁওয়ে বিকাশ ডিস্ট্রিবিশন অফিস তাসমিয়া অ্যাসোসিয়েটের মাধ্যমে ১৫০টি এজেন্ট সিম ব্যবহার করেছে চক্রটি। এজেন্ট সিমগুলো বাংলাদেশের হলেও চক্রটি দুবাই বসে সব কন্ট্রোল করে।
এ চক্রটির মূলহোতা দুবাই প্রবাসী শহিদুল ইসলাম ও মামুনসহ পাঁচ জন মিলে কন্ট্রোল করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬টি মোবাইল, ১৮টি সিম কার্ডসহ সাড়ে ২৮ লাখ টাকা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

