রাজধানীর মিরপুরে আল আমিন (৩০) নামের এক যুবককে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) মিরপুর মুক্তবাংলা মার্কেটের সামনে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী আল আমিন বরগুনার বেতাগী উপজেলার কালকা বাড়ি গ্রামের বাসিন্দা।
তার সহকারী হৃদয় মিয়া জানান, এক মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রী হিরাকে নিয়ে মিরপুর-১ নম্বরের গোদারাঘাট এলাকায় থাকতেন আল আমিন। শনিবার সকালে মিরপুর-১ নম্বরের মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসে ছিলেন কাজে যাওয়ার জন্য। এরপর একটা কাজের জন্য সামনে যায়। ফিরে এসে দেখি, আল আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল হোসেন জানান, সকালে কাজের জন্য আমার ছেলে বের হয়। এরপর জানতে পারি, তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে তারই এক সহকর্মী।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে জানতে পেরেছি আল আমিনের সহকর্মী তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছেন। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

