AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক : স্পিকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের কৃষকরাই কৃষিনির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষিবিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা করেন।

এ সময় ড. শিরীন শারমিন বলেন, কৃষির আধুনিকীকরণে আধুনিক প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে। কৃষি বিভাগের উদ্যোগে আধুনিক কৃষির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমন্বিত কৃষিকে উৎসাহিত করতে হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষকরাই কৃষিনির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

শিরীন শারমিন আরও বলেন, ১০ টাকায় কৃষকদের ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সহজ করা হয়েছে। কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের বিপণনে কৃষি বিভাগকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

স্পিকার নারী কৃষকদের প্রতি বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক সংখ্যক নারীকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপজেলার ১৫ ইউনিয়নসহ পৌরসভায় ৪০৪ জন উপকারভোগীকে মাথাপিছু ১ দশমিক ৫০ শতাংশ জমির জন্য উচ্চ ফলনশীল সবজি হাইব্রিড করলা, মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক, বরবটি, পালংশাক, কলমী শাক, চিচিঙ্গা, বেগুন ও ধনিয়ার বীজসহ বারোমাসি হাইব্রিড বাতাবিলেবু, মাল্টা, আম, পেয়ারার চারা বিতরণ করা হয়।

পরে স্পিকার পীরগঞ্জ উপজেলার শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রসাশনের উদ্যোগে শানেরহাট, পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়নের সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় স্পিকার বলেন, পীরগঞ্জের জনগণ তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন বলেই তিনি এ অঞ্চলের জনগণকে সেবা করার সুযোগ পেয়েছেন। পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের সুপেয় পানির সংকট কাটাতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিদের্শনার কথা জানান ড. শিরীন শারমিন।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!