AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইমাম মুয়জ্জিনের সন্মানজনক ভাতার দাবি সংসদে


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:১০ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

ইমাম মুয়জ্জিনের সন্মানজনক ভাতার দাবি সংসদে

দেশের সকল ইমাম-মুয়জ্জিন ও খতিবের জন্য সন্মানজনক বেতন ভাতার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ৭১ বিধিতে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র স্থান এবং ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সন্মান ও শ্রদ্ধার পাত্র। তারা শুধু জীবিকার তাগিদেই দায়িত্ব পালন করেন না, দ্বীন ইষলামের পকিত্র দায়িত্ব মনে করেন।

বাংলাদেশের আলেমদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদে ইমাম, মোয়াজ্জিম ও খতিবের মতো সন্মানজনক পেশার সাথে সম্পৃক্ত। কিন্তু সরকারিভাবে তাদের কোনা সন্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সন্মানী সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবন ধারণ করতে হচ্ছে। এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সন্মুখিন হচ্ছেন। দেশে জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে ব্যাপক হারে বেড়েছে দ্রব্যমূল্য। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতর-ভাতা ও সন্মানীর ব্যবস্থা নেই। স্থানীয়ভােবে প্রদানকৃত সন্মানীর পরিমানও একেবারে সামান্য।

তিনি আরো বলেন, এই দেশের বেশিরভাগ মসিজদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদসমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মতো। আমাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে যতটা গুরুত্ব দেয়, ইমাম-মুয়াজ্জিনের বেতনের বিষয়ে ঠিক ততটাই উদাসীন। এমন বাস্তবাতায় দেশের সকল ইমাম-মোয়জ্জিম ও খতিবকে একটা সন্মানজসক সন্মানী প্রদানের সুব্যবস্থা গ্রহণের জন্য মাননাীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

Link copied!