বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আর্থিকখাতে সংস্কার ও উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ব্রিটেন। সবকিছু মিলিয়ে সহনশীল বাংলাদেশও দেখতে চান বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি।
এসময় অর্থমন্ত্রী বলেন, আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিটেনের সহযোগিতা চাওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। তারা সহযোগিতা করতে রাজি।
এর আগে গত ২৭ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে জানান, উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ-যুক্তরাজ্য একযোগে কাজ করবে।
তারা জানান, আমরা বাংলাদেশের উন্নয়ন দেখছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্ব শান্তি, উন্নয়ন ও বিনিয়োগে বাড়াতে আমরা এক যোগে কাজ করবো।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

