প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এম ইমরুল কায়েস। পাশাপাশি ইমরুল কায়েসকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগের ২০২৩ সালের আদেশ বাতিল করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ইমরুল কায়েস ১৯৭৮ সালে নড়াইলের নড়াগাতী থানার কামশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। রাজধানীর কলেজ গেটে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিনি খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের আগে ইমরুল কায়েস প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

