AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় ১ম ডাচ্-বাংলা ব্যাংকের ভাঙ্গুড়া উপ শাখা উদ্বোধন


Ekushey Sangbad
শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া, পাবনা
০১:১৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৪

পাবনায় ১ম ডাচ্-বাংলা ব্যাংকের ভাঙ্গুড়া উপ শাখা উদ্বোধন

শুরু থেকে অনলাইন সুবিধা নিয়ে পাবনা জেলার প্রথম ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি‍‍`র ভাঙ্গুড়া উপ শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে  আনুষ্ঠানিকভাবে এই উপ শাখার উদ্বোধন করেন পাবনা শাখার এফ, এ, ভিপি এবং ম্যানেজার উজ্জ্বল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাংক বাংলাদেশের প্রথম আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। কোটি কোটি টাকা খরচ করে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে। যাতে গ্রাম-বাংলার মানুষ অতি সহজে ব্যাংকিং সেবা পায়। ডাচ্-বাংলা ব্যাংক শুধু অর্থনীতিতে নয় শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে তার প্রসার ঘটিয়েছে।

উদ্বোধনী দিন থেকেই ডাচ্-বাংলা ব্যাংকের অনান্য শাখার মত এ উপ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই, কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্রেন্স সার্ভিস প্রদান করছে।

জানা গেছে, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি‍‍`র যাত্রা শুরু হয়। এরপর থেকে সারা দেশে একের পর এক শাখা ও উপ শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলী,ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি‍‍`র ভাঙ্গুড়া উপ শাখার ইনচার্জ ইবাদুল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আয়নুল হক, এ.কে.এম হানিফ বাবলু, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!